হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ধানমন্ডি ৩২ নম্বরে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রিকশাচালক আজিজুর রহমান। কিন্তু জনরোষের মুখে তিনি হেনস্তার শিকার হন এবং গণধোলাই খেতে হয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে আজিজুর রিকশা নিয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা দেন। তার হাতে ছিল একটি ছোট ফুলের তোড়া, যেখানে লেখা ছিল:
“১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে তাকে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি।”
প্রসঙ্গত, আজিজুরের বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশাল গ্রামে, বাবার নাম আতিয়ার রহমান।
মিডিয়ার উপস্থিতিতে আজিজুর বলেন, “আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।”
কিছুক্ষণ পর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে মারধর করেন। রিকশাটি রাস্তার পাশে উল্টে ফেলে রাখা হয়। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেফাজতে নেন।
এর আগে সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা নারীসহ কয়েকজনকে হেনস্তার শিকার হতে দেখা গেছে। দু-একজনকে চড় থাপ্পর ও মারধর করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করেনি।
এমবি/এসআর