দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আ.লীগ নেতার

কুমিল্লা দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

Oct 8, 2025 - 18:50
 0  2
দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আ.লীগ নেতার

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ বেলাল আসামি কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বারে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ।

তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে জুলুম নির্যাতনের বিভিন্ন অভিযোগ রয়েছে।

এর আগে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গত ১৭ আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন।

দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিন জানান, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে ৩টি হত্যাসহ মারামারির মামলা রয়েছে।

এমবি/টিআই