কুমিল্লা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ
প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষাটি।

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। রোববার শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এর আগে ৯ জুলাই টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে প্লাবিত হয় ফেনী জেলার বিভিন্ন এলাকা। বন্ধ করা হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। এমন পরিস্থিতিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। ওই দিনের স্থগিত পরীক্ষাগুলো হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র।
এ–সংক্রান্ত কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ জুলাইয়ের স্থগিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী, এই ৬ জেলা কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায়।
এমবি/ টিআই