অবৈধ জুয়ার অ্যাপের প্রচার, উর্বশী-মিমিকে ইডির তলব

Sep 15, 2025 - 14:00
 0  2
অবৈধ জুয়ার অ্যাপের প্রচার, উর্বশী-মিমিকে ইডির তলব

নিজস্ব প্রতিবেদক: জুয়ার অ্যাপ, অর্থাৎ অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে তারকাদের জড়িত থাকার খবর নতুন নয়। কিছুদিন পর পরই এসব অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একের পর এক তারকাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন উর্বশী রাউতেলা ও মিমি চক্রবর্তী। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে দিল্লিতে ইডির হেডকোয়ার্টারে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এই কাণ্ডে নাম জড়িয়েছিল টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার। তার পর এবার সেই একই কাণ্ডে ডাক পড়ল উর্বশী ও মিমির। আগামীকাল সোমবার মিমি এবং মঙ্গলবার উর্বশীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিনেতা-অভিনেত্রীরা এই বেটিং অ্যাপগুলির প্রচার চালিয়ে সেখান থেকে প্রচুর আর্থিক সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ।

একই সঙ্গে তদন্তকারী সংস্থার আরো দাবি, বেটিং অ্যাপগুলি কয়েক কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছে।

উল্লেখ্য, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি জটিলতায় পড়তে হয়েছে। সেই তালিকায় রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, হরভজন সিং, সুরেশ রায়না। 

গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজনসহ একাধিক তারকা।

এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন উর্বশী ও মিমি।
এমবি/এসআর