নীরবতা ভেঙে ‘জবাব’ নিয়ে আসছেন অপু বিশ্বাস!

Aug 26, 2025 - 11:24
 0  4
নীরবতা ভেঙে ‘জবাব’ নিয়ে আসছেন অপু বিশ্বাস!

নিজস্ব প্রতিবেদক: কিছুদিন আগে ‘আইজ অন’ ডিজিটাল প্ল্যাটফরমের ‘স্টার ডায়েরি’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলেন অপু বিশ্বাস। 

সাক্ষাৎকারটির প্রথম পর্ব যখন প্রচার হয়, তখন নিজের সাম্প্রতিক বিষয় নিয়ে দীর্ঘ সময় নীরবতা পালন করছিলেন এই নায়িকা। ওদিকে শাকিব খান তার ছোট সন্তান শেহজাদ খান বীর এবং তার সন্তানের মা শবনম বুবলীকে নিয়ে আমেরিকায় কোয়ালিটি টাইম পার করছেন।

স্বামী ও সন্তান নিয়ে আমেরিকা ট্যুরের কিছু ছবি বুবলী প্রকাশ করার পর থেকেই নেটিজেনদের মাঝে অপেক্ষার প্রহর শুরু হয় কখন প্রতিক্রিয়া জানাবেন অপু বিশ্বাস।

‘আইজ অন’ চ্যানেলের স্টার ডায়েরি সেলিব্রিটি শোতেই সব কৌতূহলের জবাব দেন এই নায়িকা।

চলতি সময়ে আলোচিত উপস্থাপক সমৃদ্ধির একের পর এক প্রশ্নের মোকাবেলায় এক অন্য অপু বিশ্বাসকে আবিষ্কার করেন নেটিজেনরা। এবার আসছে এর দ্বিতীয় পর্ব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি প্রচার হবে আজ সোমবার (২৫ আগস্ট) রাত ১০টায়।

এই পর্বেও রয়েছে দারুণ টুইস্ট।
এমবি/এসআর