ফের আবেদনময়ী রূপে ধরা দিলেন কুসুম শিকদার

Sep 2, 2025 - 11:09
 0  2
ফের আবেদনময়ী রূপে ধরা দিলেন কুসুম শিকদার

নিজস্ব প্রতিবেদক: একটা সময় অভিনয়ে সরব ছিলেন কুসুম শিকদার। দর্শকপ্রিয়তা পেলেও সময়ের বিবর্তনে দর্শকদের চোখের আড়ালে চলে যান অভিনেত্রী। অনেক বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরেন, একই সঙ্গে পরিচালনায়। এর পাশাপাশি সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

মাঝে মাঝেই নানা লুকে, নানা রূপে হাজির হন। অনুরাগীরাও সোশ্যালে শেয়ার করা অভিনেত্রীর ছবির নিচে মন্তব্য করেন। সম্প্রতি আবারও নতুন রূপে কিছু ছবি তিনি শেয়ার করেছেন। 

যেখানে দেখা গেছে, বেশ আকর্ষণীয় গোলাপি রঙের পোশাকে কুসুম শিকদার।

ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, ঠিক তেমনি আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন অভিনেত্রী।

May be an image of 1 person and smiling

৪৩ বছর বয়সী এ অভিনেত্রী নিজের বয়স কখনো আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না। তাই বয়স লুকানোর প্রশ্নই আসে না।

বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। 

কুসুমের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন—বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগেন্ট। আরেক নেটিজেন লিখেছেন—একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।

এমবি/এসআর