আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের হোটেল ও হাসপাতালে বোমা বিস্ফোরণ হবে!
সম্প্রতি একটি ফেইসবুক পেইজে এ ধরণের ভয়ংকর তথ্য ছড়িয়ে পড়েছে, "এনোনিমাস মেইন পেইজ" নামক একটি পেইজ থেকে।

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি একটি ফেইসবুক পেইজে এ ধরণের ভয়ংকর তথ্য ছড়িয়ে পড়েছে, "এনোনিমাস মেইন পেইজ" নামক একটি পেইজ থেকে। সেখানে লিখা হয়, "আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে 🇧🇩 একটি বোমা বিস্ফোরিত হবে। আমরা নিশ্চিত যে, এই ষড়যন্ত্রটি বর্তমানে উক্ত দেশের শত্রুদের দ্বারা চালানো হচ্ছে। প্রধান লক্ষ্য হলো হোটেল এবং হাসপাতাল!"
সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আতংকের ব্যাপার হচ্ছে যে, এই পেইজ থেকেই গতকাল একটি পোস্টের মাধ্যমে, আজকে (২১ জুলাই ২০২৫) সোমবার উত্তরা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দূর্ঘটনার ব্যাপারে ইংগিত দেওয়া হয়েছিলো।
গতকালের সেই পোস্টে বলা হয়,"একটি স্কুল ভবন ধসে পড়বে, বহু শিশুর জীবনহানি ঘটবে। আমরা সামনে একটি ভয়াবহ বিপর্যয় আসতে দেখছি, যা ভবনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের ফলে ঘটবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় প্রতিরোধে আমাদের সবকিছু করব।
আমি 'দ্য আর্কিটেক্ট'
এই ধরনের অলৌকিক ঘটনার ব্যাপারে নেটিজেনরা 'ডিপ স্টেট' নামে আমেরিকান একটি মিশনকে দায়ী করছে।
এমবি/এসআর