সাতজন ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি
গাজা উপত্যকায় সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে হামাস। একইসঙ্গে আরও ১৩ জন ইসরায়েলি বন্দি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজা উপত্যকায় সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে হামাস। একইসঙ্গে আরও ১৩ জন ইসরায়েলি বন্দি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর আলজাজিরার।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধের অবসান ঘোষণা করেছেন। তিনি শিগগিরই মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন, যেখানে ইসরায়েলের পার্লামেন্ট ‘কনেসেট’-এ ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি বিষয়ক এক সমাবেশে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।
গাজার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির পর ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিরা নিজেদের ধ্বংসপ্রাপ্ত ঘরে ফিরে যাচ্ছেন। তবে এখনো খাদ্য, ওষুধ ও জরুরি মানবিক সহায়তার সংকট রয়ে গেছে বলে জানা গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের সংঘাত শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৬ জন। একই হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১ হাজার ১৩৯ জন, আর বন্দি হন প্রায় ২০০ জন।
এমবি এইচআর