‘নায়িকাদের চুমু খাওয়া বউয়ের একেবারেই পছন্দ না, কিন্তু মেনে নিয়েছে’ - ইমরান হাশমি

Jul 21, 2025 - 22:30
 0  4
‘নায়িকাদের চুমু খাওয়া বউয়ের একেবারেই পছন্দ না, কিন্তু মেনে নিয়েছে’ - ইমরান হাশমি

নিজস্ব প্রতিবেদক: বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। পর্দায় চুম্বন দৃশ্যের কারণে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। ব্যতিক্রমী এই অভিনেতা ‘মার্ডার’, ‘জহর’, ‘জান্নাত’, ‘গ্যাংস্টার’, ‘অক্সার’, ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’- এর মত একের পর এক হিট সিনেমার মাধ্যমে বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, ‘এটা আমি বুঝে গেছি যে ‘সিরিয়াল কিসার’ তকমাটা এখন আমার সঙ্গে এমনভাবে মিশে গেছে, যে তা নিয়ে আর তর্ক করার মানে হয় না।’

এসময় ‘তুম মিলে’ ছবির একটি মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন অভিনেতা। ইমরান বলেন, ‘আমি আর সোহা আলি খান একটি দৃশ্যে একা, যেখানে সাধারণত ইমরান হাশমি মানেই চুম্বনের দৃশ্য থাকে। কিন্তু এখানে তা ছিল না। তখনই পাশের দর্শক বলে উঠল, ‘ইমরান হাশমি কি এই ছবিতে অসুস্থ ছিল?’

ইমরানের মতে, আজকের দিনে দর্শক যেমন সালমান খানের শার্টখোলা দৃশ্য মিস করলে প্রতারিত বোধ করেন, তেমনই তার ক্ষেত্রেও এই ‌‘চুম্বন দৃশ্য’ যেন প্রত্যাশার অংশ হয়ে গিয়েছিল। তবে তিনি এটাকে সমস্যা হিসেবে দেখেন না। বরং অভিনেতার কথায়, ‘এটা তো খারাপ কিছু নয়! বরং শার্ট খুলে অভিনয়ের চেয়ে এটা অনেক বেশি মজার।’

পরিবার কীভাবে নেন পর্দার এই ইমেজ? এই প্রশ্নের উত্তরে ইমরান বলেন, ‘আমার স্ত্রী আর বাবা এতে সব সময় খুশি হন না, বিশেষ করে যখন ঘনিষ্ঠ দৃশ্য থাকে। নায়িকাদের চুমু খাওয়া বউয়ের একেবারেই পছন্দ না কিন্তু ওরা জানে- এই পেশাগত সিদ্ধান্তটাই আমার ক্যারিয়ারকে বড় করেছে। হয়তো পছন্দ করে না, কিন্তু মেনে নিয়েছে।’

সম্প্রতি ইমরান হাশমিকে দেখা গেছে ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে। এখনও পুরোনো তকমা তার সঙ্গে থাকলেও, নিজের কাজ আর চরিত্র নিয়ে সচেতনভাবেই এগিয়ে চলেছেন অভিনেতা।

এমবি/এসআর