এসএসসিতে পাসের হারে এগিয়ে রাজশাহী, পিছিয়ে বরিশাল

এবারের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফল সাম্প্রতিক বছরগুলোর তুলনায় খারাপ হয়েছে। এর মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে পড়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

Jul 10, 2025 - 17:14
 0  2
এসএসসিতে পাসের হারে এগিয়ে রাজশাহী, পিছিয়ে বরিশাল

নিজস্ব প্রতিনিধি: এবারের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফল সাম্প্রতিক বছরগুলোর তুলনায় খারাপ হয়েছে। এর মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে পড়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮। আর পাসের হারিয়ে এগিয়ে আছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩।


আজ বৃহস্পতিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে।


তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আজ বেলা দুইটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। পাসের হার ৬৮ দশমিক শূন্য ৪। গতবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ছিল ৮৩ দশমিক ৭৭। পাসের হার প্রায় ১৬ কম।


৯টি সাধারণ শিক্ষা র্ডের মধ্যে এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১, কুমিল্লা বোর্ডে ৬৩ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৭৩ দশমিক ৬৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ, দিনাজপুরে ৬৭ দশমিক শূন্য ৩ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২২।


এমবি/টিআই