দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন দুই স্মার্টফোন

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন দুই মডেলের স্মার্টফোন এনেছে ওয়ানপ্লাস। ‘ওয়ানপ্লাস নর্ড ৫’ ও ‘ওয়ানপ্লাস নর্ড সিই৫’ মডেলের ফোন দুটিতে যথাক্রমে ৬ হাজার ৮০০ ও ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়।

Jul 10, 2025 - 16:34
 0  2
দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন দুই স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি: দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন দুই মডেলের স্মার্টফোন এনেছে ওয়ানপ্লাস। ‘ওয়ানপ্লাস নর্ড ৫’ ও ‘ওয়ানপ্লাস নর্ড সিই৫’ মডেলের ফোন দুটিতে যথাক্রমে ৬ হাজার ৮০০ ও ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় এক ঘণ্টারও কম সময়ে শতভাগ চার্জ করা যায় ফোন দুটি। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

 গতকাল বুধবার রাতে রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ফোনগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে জানানো হয়, স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি প্রসেসরে চলা ওয়ানপ্লাস নর্ড ৫ মডেলের ফোনে ১২ গিগাবাইট র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। এ ছাড়া শক্তিশালী গ্রাফিকস ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় স্বচ্ছন্দে উচ্চ রেজল্যুশনের গেম খেলার পাশাপাশি ভালো মানের ছবি ও ভিডিও দেখা সম্ভব। সর্বাধুনিক প্রযুক্তির কাইরো-ভেলোসিটি ভিসি কুলিং প্রযুক্তির ফোনটি দীর্ঘসময় ব্যবহার করলেও গরম হয় না। ফোনটির দাম ধরা হয়েছে ৫৩ হাজার ৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস নর্ড সিই৫ মডেলের ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স প্রসেসর ও ৮ গিগাবাইট র‍্যাম। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে শক্তিশালী গ্রাফিকস সুবিধা থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটি কিনতে গুনতে হবে ৩৫ হাজার ৯৯৯ টাকা। ফোনগুলো ১৬ জুলাই থেকে বাজারে পাওয়া গেলেও ১৫ জুলাই পর্যন্ত আগাম ফরমাশ করা যাচ্ছে। আগাম ফরমাশ দিলে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধাসহ র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন পুরস্কার পাওয়া যাবে।

অনুষ্ঠানে স্মার্টফোনের পাশাপাশি ওয়ানপ্লাস ওয়াচ ৩ স্মার্টওয়াচ, ওয়ানপ্লাস প্যাড৩ ট্যাবলেট কম্পিউটারসহ ওয়ানপ্লাস বাডস ৪ উন্মুক্ত করা হয়। ওয়্যার ওএস ৫ অপারেটিং সিস্টেমে চলা ওয়ানপ্লাস ওয়াচ ৩ স্মার্টওয়াচে পাওয়ার সেভার মোড থাকায় এক চার্জ টানা ১৬ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ১৩.২ ইঞ্চি পর্দার ওয়ানপ্লাস প্যাড ৩ ট্যাবলেট কম্পিউটারে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ১৫৫ হার্জ রিফ্রেশ রেটের ৩.৪ কে ডিসপ্লে প্রযুক্তি থাকায় সহজেই উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায় ট্যাবলেট কম্পিউটারটিতে।

এমবি/টিআই