১৮তম নিবন্ধনের ভাইবায় অস্বচ্ছতার অভিযোগ, শাহবাগে মহাসমাবেশের ডাক
এনটিআরসিএ আয়োজিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা পর্বে অস্বচ্ছতার অভিযোগে, সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন হাজারো ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকঃ এনটিআরসিএ আয়োজিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা পর্বে অস্বচ্ছতার অভিযোগে, সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন হাজারো ভুক্তভোগী পরীক্ষার্থীরা।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এই ভাইভা অনিয়ম, পক্ষপাতদুষ্ট এবং স্বচ্ছতাবিবর্জিত। এতে পরিকল্পিতভাবে অসংখ্য পরীক্ষার্থীকে ফেল করানো হয়েছে। আন্দোলনকারীরা এনটিআরসিএর অনিয়মের বিরুদ্ধে তদন্ত ও স্বচ্ছতার দাবি জানান।
সকাল থেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেল করা পরীক্ষার্থীরা। চট্টগ্রাম,রাজশাহী, রংপুর,খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে এসেছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা। তাদের হাতে পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড রয়েছে যেখানে লিখা, ‘ভাইভায় প্রহসন মানি না’, ‘একই নম্বরে দুই রায়, মানিনা মানবো না’, ‘সবার জন্য সনদ চাই, দিতে হবে দিতে হবে’।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, কোথাও ৩০ জনের মধ্যে ২৯ জন ফেল করল, আবার কোনো বোর্ডে ২৬ জন একসঙ্গে পাশ করেছেন। এছাড়াও ফলাফল প্রকাশের ১৯ দিন পর ‘কারিগরি ত্রুটি’র কথা বলে ১১৩ জন নতুন পাশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে এনটিআরসিএ যা প্রক্রিয়াটিকে আরও বিতর্কিত করেছে।
তথ্যানুসারে, ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন। চূড়ান্তভাবে ৬০ হাজার ৬৩৪ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
এমবি/এসআর