কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ; ইউটিউবের নতুন নিয়ম চালু

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবে চালু হতে যাচ্ছে নতুন একটি নিয়ম, যা কনটেন্ট ত্রিয়েটরদের জন্য এক দুঃসংবাদ। এই নতুন নীতিমালা অনুসারে, কোনো ইউটিউবার পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে সেই ভিডিও থেকে আর আয় করতে পারবেন না।আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই পরিবর্তন কার্যকর করতে যাচ্ছে বলে জানা গিয়েছে।

Jul 7, 2025 - 11:21
Jul 12, 2025 - 12:49
 0  3
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ; ইউটিউবের নতুন নিয়ম চালু

নিজস্ব প্রতিবেদকঃ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবে চালু হতে যাচ্ছে নতুন একটি নিয়ম, যা কনটেন্ট ত্রিয়েটরদের জন্য এক দুঃসংবাদ। এই নতুন নীতিমালা অনুসারে, কোনো ইউটিউবার পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে সেই ভিডিও থেকে আর আয় করতে পারবেন না।আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই পরিবর্তন কার্যকর করতে যাচ্ছে বলে জানা গিয়েছে।

মূলত যেসব কন্টেন্ট ক্রিয়েটর মানসম্মত কনটেন্ট তৈরি করছেন তাদের সুরক্ষা নিশ্চিত এবং প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে ইউটিউব এই নতুন নীতিমালা চালু করছে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি অনেক ইউটিউবার তাদের পূর্বে প্রকাশিত ভিডিও নতুন করে আপলোড করে চ্যানেল থেকে অনৈতিকভাবে আয় করে যাচ্ছেন। এছাড়াও কিছু ইউটিউবার অন্যের তৈরি কনটেন্ট বা এআই-নির্ভর ভিডিও আপলোড করে আয় করছেন। এতে করে প্ল্যাটফর্মে নকল ও অনুপযুক্ত কনটেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা ইউটিউবের মান ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতির মুখে ফেলছে।

এ ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধে নতুন নীতিমালা চালু করতে যাচ্ছে ইউটিউব। একই সঙ্গে, প্ল্যাটফর্মের গুনগত মান ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে এবং আরও উন্নত করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এমবি/এসআর