ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু নামে এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল মনির নগরের হিলভিউ এলাকার বার্মা কলোনিতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ও পেশায় কাঁচমিস্ত্রি।
স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন বলেন, রাতে আবদুল্লাহ আল মনিরকে চার থেকে পাঁচজন লোক ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মনিরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটতে পারে। তার শরীরের তিন থেকে চারটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা পরস্পর ঘনিষ্ঠ ছিলেন। নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের কেউ মামলা করতে থানায় আসেননি।
এমবি/টিআই