ঠাকুরগাঁওয়ে পুকুরে ভাসছিল ২ শিশুর লাশ
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কৃষ্ণাপুর গ্রামের আহসানের মেয়ে আয়েশা আক্তার (৬) ও একই গ্রামের জাহিদ হাসানের মেয়ে জান্নাতুন (৩)।
স্থানীয় লোকজন জানান, দুপুরে খেলার ফাঁকে দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে যায়।
পরে দীর্ঘ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান গ্রামবাসী। দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হাসপাতালের সামনে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা। জান্নাতুনের মা বারবার বলছিলেন, ‘আমার মাইয়া খেলতে গেছিল, আমি তো জানতাম না আর ফেরত আসবে না।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমবি/টিআই