শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরাইলি দখলদার বাহিনী

নিজস্ব প্রতিবেদক: গাজার অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ ‘কনশেনস’ নামের জাহাজ। গাজামুখী এই নৌবহরে আছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং লেখক শহিদুল আলম। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তায় মাধ্যমে নৌবহরের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন।
ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, ‘যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে বুঝবেন— আমরা সমুদ্রে আটকা পড়েছি। আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী। যারা কিনা গাজায় গণহত্যা চালাচ্ছে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায়। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।’
এর আগে, গতকাল শহিদুল আলম ফেসবুক পোস্টে জানান, কনশেনস যেটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ। এতে মূলত সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। কারণ এই দুই ধরনের পেশাদারদের ইসরায়েল বিশেষভাবে লক্ষ্যবস্তু করে নজিরবিহীনভাবে হত্যা করেছে। এ যাত্রা এমন অমানবিক হত্যাযজ্ঞ এবং গাজার অবৈধ অবরোধকে চ্যালেঞ্জ করে বলে মনে করা হচ্ছে।
পোস্টে তিনি আরও লেখেন, আজ ভোরে তাঁদের “রেড জোন” পৌঁছানোর কথা ছিল। যেখানে আগে আইডিএফ অবৈধভাবে পূর্ববর্তী ফ্লোটিলাগুলোকে আটকে রেখেছিল।
এমবি/এসআর