টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

Oct 12, 2025 - 17:50
 0  3
টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রবিবার (১২ আক্টোবর) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীসহ স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার মীম (৮)।

সে উপজেলার বর্নী ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে ও স্থানীয় নীলফা বাজারের মডার্ন  কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত বাসটি আটক করেছে পুলিশ। তবে পালিয়ে গেছেন এর চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্কুল ছুটি হওয়ার পর শিশু মীম রাস্তা পার হচ্ছিল।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করেন। পরে পরিবারের লোকজন তাকে খুলনার গাজী মেডিক্যাল  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন। পরে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতাদের অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

পুলিশ পরিদর্শক আরো বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। তবে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি  ব্যবস্থা নেওয়া হবে।

 

এমবি/টিআই