কন্যার বাবা হলেন শ্যামল মাওলা

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা। আজ রোববার সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মেয়ের জন্ম হয়েছে বলে জানান তিনি।

Aug 3, 2025 - 12:57
 0  7
কন্যার বাবা হলেন শ্যামল মাওলা

নিজস্ব প্রতিনিধিঃ কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা। আজ রোববার সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মেয়ের জন্ম হয়েছে বলে জানান তিনি। শ্যামল মাওলা প্রথম আলোকে জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। এর আগে ফেসবুকে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা। মেয়ের নাম রেখেছেন সানাভ মাওলা।

২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।
২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন শ্যামল মাওলা।

একসময় মঞ্চে কাজ করতেন। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে। তাঁর ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে।
এর বাইরে একটি অমনিবাস চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি নতুন আরেকটি সিরিজে অভিনয়ের কথাবার্তা চলছে।

এমবি/এসপি