৬ মাসে ৭ হাজার ৫০০ কোটি টাকা আয়

২০২৫ সালের প্রথম ছয় মাসে ভারতের বক্স অফিসে আয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। গতকাল শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Jul 20, 2025 - 18:57
 0  3
৬ মাসে ৭ হাজার ৫০০ কোটি টাকা আয়
ছাবা মুভির দৃশ্য, ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের প্রথম ছয় মাসে ভারতের বক্স অফিসে আয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। গতকাল শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অর্ম্যাক্স মিডিয়ার ‘ইন্ডিয়া বক্স অফিস রিপোর্ট: জানুয়ারি-জুন ২০২৫’ অনুযায়ী, এ সময় ১৭টি সিনেমা ১০০ কোটির ঘর অতিক্রম করেছে। ২০২৪ সালের একই সময়ে এমন সিনেমার সংখ্যা ছিল মাত্র ১০টি।

প্রতিবেদন অনুযায়ী, ‘জানুয়ারি থেকে জুন পর্যন্ত বক্স অফিসের মোট আয় ৭ হাজার ৫০০ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি এবং ২০২২ সালের প্রথমার্ধের রেকর্ডের চেয়ে মাত্র ১৫ কোটি টাকার  কম।

২০২৫ সালে এখন পর্যন্ত বড় বাজেটের ব্লকবাস্টার সিনেমা কম হলেও একাধিক মাঝারি বাজেটের সিনেমা ১৫০ কোটি টাকার বেশি আয় করে বাজারে গতি এনেছে।
চলতি বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা ‘ছাবা’। ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে প্রধান দুই চরিত্রে আছেন ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা। সিনেমাটি আয় করেছে ৬৯৩ কোটি রুপি। তালিকায় দ্বিতীয় স্থানে আছে তেলেগু সিনেমা ‘সংক্রান্তিকি বাস্তুনাম’, যাতে অভিনয় করেছেন ভেঙ্কটেশ। ছবিটি সারা ভারতেই ভালো ব্যবসা করেছে।

শুধু জুন মাসেই বক্স অফিসে আয় হয়েছে ৯০০ কোটির বেশি। ওই মাসে হিন্দি সিনেমা ‘সিতারে জমিন পর’ ও ‘হাউসফুল ৫’ প্রায় ২৫০ কোটি টাকা আয় করে শীর্ষস্থান দখল করে।

এ ছাড়া জুন মাসে উল্লেখযোগ্যভাবে আয় করা সিনেমার মধ্যে আছে তামিল-তেলেগু সিনেমা ‘কুবেরা’ এবং ব্র্যাড পিট অভিনীত হলিউডের ফর্মুলা ওয়ানভিত্তিক সিনেমা ‘এফ১’।
ধারণা করা হচ্ছে, এই প্রবণতা অব্যাহত থাকলে ২০২৫ সালে ভারতীয় ছবির বাজার ১৫ হাজার কোটি রেকর্ড আয় করতে পারে।

তবে এই রেকর্ড নির্ভর করছে বছরের দ্বিতীয়ার্ধে মুক্তিপ্রাপ্ত কয়েকটি বড় ছবির বক্স অফিস সাফল্যের ওপর। তালিকায় রয়েছে ঋষভ শেঠির ‘কান্তারা: চ্যাপ্টার ১’, হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’, রজনীকান্তের ‘কুলি’, নন্দমুরি বালাকৃষ্ণার ‘অখণ্ড ২’, আয়ুষ্মান খুরানার ‘থামা’ ও পবণ কল্যাণের ‘ওজি’।
এই প্রতিবেদনে উঠে এসেছে ছয় মাসে ভারতীয় বক্স অফিসে মোট আয়ের ৪০ শতাংশ এসেছে হিন্দি সিনেমা থেকে। এরপরই রয়েছে তেলেগু ও তামিল সিনেমা।

এমবি/এইচআর