‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাড়িয়ে গেল দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’
দুদিন পরেই মুক্তি পাবে দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’। এই একই দিনে অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে হিন্দি চলচ্চিত্র ‘ওয়ার ২’ এবং ‘কুলি’। খুব স্বাভাবিকভাবেই একটি হিন্দি এবং একটি বাংলা ছবি যখন একসঙ্গে মুক্তি পায়, তখন প্রাধান্য পায় হিন্দি ছবিটি।

নিজস্ব প্রতিবেদক: ‘ওয়ার ২’ অতিরিক্ত শো পাওয়ায় কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন দেব থেকে শুরু করে প্রসেনজিৎ সকলেই। বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আর ‘ধুমকেতু’র মতো ছবিকে অতিরিক্ত শো দেয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তারা। এরপর ঠিক করা হয়, হিন্দি এবং বাংলা দুটি সিনেমায় সমান সমান শো পাবে।
তবে এর মধ্যেই যা জানা গেল তার রীতিমতো অবাক করে দেয়ার মতো ঘটনা। একটি বাণিজ্যিক সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘ধুমকেতু’, ‘ওয়ার ২’, ‘কুলি’ একই দিনে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা। তিনটি ছবি নিয়েই ভক্তদের মধ্যে সমান উত্তেজনা ছিল কিন্তু এই মুহূর্তে ‘ধুমকেতু’র অগ্রিম টিকিট বিক্রির হিসাব সকলকে অবাক করেছে।
বাণিজ্যিক সূত্র থেকে আরও জানা যায়, সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার মধ্যে প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। প্রতি ঘন্টায় সেই সংখ্যা আরও লাফিয়ে বাড়ছে। অন্যদিকে পুরো পশ্চিমবঙ্গে ‘ওয়ার ২’ ছবির প্রায় ৫৫০০ টিকিট বিক্রি হয়েছে।