ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Oct 12, 2025 - 18:25
 0  2
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৯৭ জন এবং ঢাকার বাইরে ৭৫৬ জন। রাজধানীর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন ও দক্ষিণ সিটিতে ১২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, বরিশালে ১৪১ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৬৯ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে।

এমবি এইচআর