ইসরায়েল প্রেসিডেন্টের সাথে সাক্ষাত, বরখাস্ত হলেন মসজিদের ইমাম

ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করার পর নেদারল্যান্ডসের মসজিদের ইমাম ইউসুফ মিসবিহকে বরখাস্ত করা হয়েছে। তিনি নেদারল্যান্ডসের আলকমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন।

Jul 9, 2025 - 15:36
 0  2
ইসরায়েল প্রেসিডেন্টের সাথে সাক্ষাত, বরখাস্ত হলেন মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদকঃ ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করার পর নেদারল্যান্ডসের মসজিদের ইমাম ইউসুফ মিসবিহকে বরখাস্ত করা হয়েছে। তিনি নেদারল্যান্ডসের আলকমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন।

ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন মুসলিম নেতার একটি প্রতিনিধিদলের সঙ্গে সোমবার জেরুজালেমে হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেন মিসবিহ। এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সংগীতের আরবি সংস্করণ পরিবেশন করেন।

ঘটনার পরপরই বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানায়, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মসজিদের ইনস্টাগ্রাম পেজে জানানো হয়, ‘এ মুহূর্ত থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

ইসরায়েল-ইউরোপ সম্পর্ক জোরদারে কাজ করা এনজিও এলনেট এ সফরের আয়োজন করে। প্রতিনিধিদল ইসরায়েলি পার্লামেন্ট, জেরুজালেমের ধর্মীয় স্থান ও অন্যান্য এলাকা সফর করে। এ ছাড়া তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র এবং গোলান হাইটসের সিরীয় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিতর্কিত ফরাসি ইমাম হাসেন চালঘুমি। তিনি বলেন, এটি শুধু ইসরায়েল-হামাস বা ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত নয়। এটি দুটি ভিন্ন পৃথিবীর মধ্যকার লড়াই। চালঘুমি ইসরায়েলি গ্রুপের ঘনিষ্ঠ এবং অতীতেও পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে সফর করেছেন

এমবি/এসআর