তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক জোট
বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখার লক্ষ্যে তেল উৎপাদনকারী জোট ওপেক ও সহযোগী আটটি দেশ অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগস্ট মাস থেকে প্রতিদিন ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের তেল উৎপাদনকারীদের সবচেয়ে বড় জোট ওপেক

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখার লক্ষ্যে তেল উৎপাদনকারী জোট ওপেক ও সহযোগী আটটি দেশ অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগস্ট মাস থেকে প্রতিদিন ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের তেল উৎপাদনকারীদের সবচেয়ে বড় জোট ওপেক।
এই তেল উৎপাদনকারী জোটের মধ্যে আছে রাশিয়া ও সৌদি আরবের পাশাপাশি আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গত শনিবার সকালে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে তাদের এ সিদ্ধান্ত হয়েছে।
২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল দৈনিক উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছিল। তবে শুধু এপ্রিলে দেশগুলো এই গতি বজায় রাখতে পেরেছিল। এরপর তারা মে, জুন ও জুলাই মাসে অপরিশোধিত তেল উৎপাদন তিন গুণ বাড়িয়ে প্রতিদিন ৪ লাখ ১১ হাজার ব্যারেল করেছিল। তবে আগামী আগস্ট মাসে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত এসেছে এবারের বৈঠকে।
গত কয়েক সপ্তাহে গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষে তেলের দাম সাময়িকভাবে বেড়েছিল। এ সংঘর্ষে তেহরান ও হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল।
এমবি/এসআর