পাকিস্তানের নিষিদ্ধ ক্রিম আবুধাবি হয়ে আবার এল চট্টগ্রামে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দুজন যাত্রী ব্যাগে ভরে নিয়ে এসেছিলেন পাকিস্তানে তৈরি ‘ডিউ ক্রিম’।

Jul 29, 2025 - 11:50
 0  2
পাকিস্তানের নিষিদ্ধ ক্রিম আবুধাবি হয়ে আবার এল চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দুজন যাত্রী ব্যাগে ভরে নিয়ে এসেছিলেন পাকিস্তানে তৈরি ‘ডিউ ক্রিম’। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিং করে তা শনাক্ত করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা।

মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ২০২৩ সালে রং ফরসাকারী অনেকগুলো ক্রিমে ক্ষতিকর মাত্রায় পারদ ও হাইড্রোকুইনোন পায়। এসব প্রসাধনী ব্যবহার করলে চর্মরোগসহ নানা জটিল রোগ হতে পারে—এমন সতর্কতা জারি করে সেগুলো বিক্রি, বিপণন ও আমদানি নিষিদ্ধ করে সংস্থাটি। এই তালিকায় রয়েছে পাকিস্তানে তৈরি ডিউ ক্রিম।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে আবুধাবিফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯২০ পিস ডিউ ক্রিম জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৯০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। দুটি পণ্যের বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। যাত্রী দুজন হলেন ফেনীর নূরনবী ও হাটহাজারীর মো. মিজানুর রহমান।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ইব্রাহিম খলিল জানান, পণ্যগুলো জব্দ ও দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে যাত্রীদের।

এমবি/ টিআই