চাঁদপুর পৌরসভার আওতাধীন নিউ ট্রাক রোডের সংস্কার কাজ শুরু
দীর্ঘদিনের অবহেলিত ও অসমাপ্ত সড়ক, চাঁদপুর পৌরসভার আওতাধীন নিউ ট্রাক রোডের সংস্কার কাজ শুরু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিঃ দীর্ঘদিনের অবহেলিত ও অসমাপ্ত সড়ক, চাঁদপুর পৌরসভার আওতাধীন নিউ ট্রাক রোডের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকার সাধারন মানুষের মাঝে এসেছে স্বস্তির নিঃশ্বাস।
তথ্যমতে, রাস্তাটির সংস্কারকাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চাঁদপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বারেক ভূঁইয়া। দীর্ঘ সময় অপেক্ষার পর সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আশার আলো দেখা দিয়েছে। ফলস্বরূপ স্থানীয় জনগন সামাজিক যোগাযোগমাধ্যমে মো. বারেক ভূঁইয়ার উদ্যোগের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙ্গা থাকার ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কজুড়ে বড় বড় গর্ত, বর্ষাকালে পানি জমে চলাচল হতো দুর্বিষহ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন, এমনকি সাধারণ পথচারীদেরও রীতিমতো ভোগান্তিতে পড়তে হতো।
বর্তমানে এলাকাবাসীর প্রত্যাশা, যথাসময়ে কাজটি সম্পন্ন হলে নিউ টাক রোড হবে টেকসই ও চলাচলের উপযোগী। এটি নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে অভাবনীয় ভূমিকা রাখবে।
এমবি/এসআর