মোহাম্মদপুরে পানি রুবেল গ্যাংয়ের ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক : পুলিশ
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ‘পানি রুবেল গ্যাং’ নামের একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ‘পানি রুবেল গ্যাং’ নামের একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গতকাল রোববার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে এ পাঁচজনকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লায়েছ (২৫), শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), আবদুল আলিম (২৮) এবং মিলন হোসেন (২৮)।
সিটিটিসির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের কাছ থেকে চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি।
এমবি/টিআই