মহাসড়কের গর্তে উল্টে গেল অটোরিকশা, লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৩

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে তিন যাত্রী লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

Aug 4, 2025 - 11:34
 0  3
মহাসড়কের গর্তে উল্টে গেল অটোরিকশা, লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি: ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে তিন যাত্রী লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে বাইপাইল কেন্দ্রীয় মসজিদ–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আলতাফ হোসেন (৫০), নূরজাহান বেগম (২৪) ও তাঁর ছেলে আবদুল্লাহ (৪)। তাঁরা সবাই আশুলিয়ার বলিভদ্র এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে বাইপাইলের দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে উল্টো পথে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) দিকে যাচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে রিকশাটি বাইপাইল কেন্দ্রীয় মসজিদ–সংলগ্ন এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে একটি লরি আসছিল। তখন সড়কের পাশে পানি জমে থাকায় সড়কের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে অটোরিকশাটি। এ সময় রিকশাটি সড়কের গর্তে পড়ে উল্টে যায় এবং তিন যাত্রী লরির পেছনের চাকার নিচে পড়েন। ঘটনাস্থলেই আলতাফ হোসেন মারা যান। আহত অবস্থায় নূরজাহান বেগম ও তাঁর ছেলেকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কিছু সময়ের জন্য মহাসড়কের নবীনগরমুখী লেন আটকে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।

লিটন আহমেদ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় দেখতে পাই, রিকশাটি গর্তে উল্টে গিয়ে একটি বড় লরির পেছনের চাকার নিচে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। অন্য দুজনকে হাসপাতালে পাঠানো হয়।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, গতকাল রাত ১০টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ–সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আলতাফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়। হাসপাতাল থেকে তাঁদের দুজনের মরদেহ থানায় আনা হয়েছে। অটোরিকশা চালকের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমবি/টিআই