দেশীয় ড্রেজিং শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান বিসিএসডিওএর

বাংলাদেশ কাটার সাকশন ড্রেজার ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিএসডিওএ)-এর মেম্বারশিপ সার্টিফিকেট ও কার্ড বিতরণ অনুষ্ঠান শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় গুলশান ক্লাবের দ্য ক্রিস্টাল প্যালেস হলে অনুষ্ঠিত হয়। বর্তমানে অ্যাসোসিয়েশনের সদস্যরা এই আয়োজনে অংশগ্রহণ করে তাদের সদস্যপদ গ্রহণ করেন।

Aug 4, 2025 - 13:32
 0  3
দেশীয় ড্রেজিং শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান বিসিএসডিওএর

নিজস্ব প্রতিনিধি: তিনি অভিযোগ করেন, ‘ওটিএম পদ্ধতিতে বিদেশি প্রতিষ্ঠানগুলো কাজ নিয়ে স্থানীয় ঠিকাদারদের দিয়ে তা সাব-কন্ট্রাক্টে করায়। এতে বিদেশিরা লাভের বড় অংশ নিয়ে যায়, অথচ দেশীয় ঠিকাদাররা অল্প মুনাফায় কাজ করতে বাধ্য হন। এই অনিয়ম বন্ধ হওয়া দরকার।’

বশির আহমেদ আরও বলেন, ‘অনেক বিদেশি ড্রেজার কোম্পানি কাজ শেষে ড্রেজার ফিরিয়ে না নিয়ে দেশে রেখে পুনরায় ব্যবহার করছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। একই কাজ আন্তর্জাতিক দরপত্রে ৩-৪ গুণ বেশি খরচে হলেও, দেশীয় কোম্পানির মাধ্যমে তা অনেক কম ব্যয়ে ও দক্ষতায় সম্পন্ন করা সম্ভব।’

তিনি বলেন, ‘আমরা ৭৫ জন দেশীয় ড্রেজিং ব্যবসায়ী সরকারের কাছে দাবি জানাই, বিদেশি দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং স্থানীয় শিল্পকে রক্ষা করা হোক।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এস এস রহমান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রাকিবুল আলম। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, ‘ড্রেজিং শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একত্রিত হয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমডোর (অব.) হাসান জামান খান – ডিরেক্টর, রেডিয়্যান্ট ড্রেজিং, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হালিম – সিনিয়র অ্যাডভাইজার, কর্ণফুলি শিপ বিল্ডার্স লি., এম শাহজাহান – ম্যানেজিং ডিরেক্টর, চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,আব্দুল্লাহ নাহিদ নিগার – ম্যানেজিং ডিরেক্টর, ড্রেজিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিয়ন লি., মো. শামীম রেজা – ম্যানেজিং ডিরেক্টর, এশিয়ান ড্রেজার্স লি. এবং বিসিএসডিওএর ইসি সদস্যরা।

সোনালী ড্রেজার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুছ অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, ‘সম্মিলিতভাবে কাজ করলে যেমন ড্রেজিং শিল্পের সঙ্গে জড়িত মালিকরা উপকৃত হবেন, তেমনি অ্যাসোসিয়েশন আরও বেশি শক্তিশালী হবে।’

অ্যাসোসিয়েশনের ডিরেক্টর টি এম হেমায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারী সদস্যরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ড্রেজিং শিল্পের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমবি/টিআই