ছাত্রদল চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে: ছাত্রশিবির
ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির।

নিজস্ব প্রতিনিধি: ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক বিবৃতিতে এই অভিযোগ তোলা হয়। দলীয় পক্ষপাতের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ দাবি জানিয়ে ছাত্রদলের স্মারকলিপি ও মিছিলের পর ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হলো।
গতকাল রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ইসহাক ভূঞা স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। যৌথ বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, গত রোববার ছাত্রশিবির চাকসু নির্বাচনের তফসিল চেয়ে অবস্থান কর্মসূচি করে। এরপর প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার চাকসুর তফসিল দেওয়ার সম্ভাব্য তারিখ জানানো হয়। পরদিন সোমবার প্রশাসনের কর্তাব্যক্তিরা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন অভিযোগ এনে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে স্মারকলিপি দেয়। এরপর রেজিস্ট্রারের একটি মন্তব্যকে ঘিরে রেজিস্ট্রার ও প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসে ঝটিকা মিছিলও করে। শাখা ছাত্রশিবির মনে করে, ছাত্রদলের এসব কর্মকাণ্ড চাকসু নির্বাচনকে বানচাল করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রক্টর একটি ছাত্রসংগঠনকে সুবিধা দিয়ে অন্যদের বঞ্চিত করেছেন এবং তাদের নেতাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তিনি ওই সংগঠনের মুখপাত্রের মতোও আচরণ করেছেন বলে দাবি করা হয়। গণমাধ্যমে সুবিধা পাওয়া সংগঠন হিসেবে ছাত্রশিবিরের নাম জড়ানো হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই এমন অভিযোগ আনা ছাত্রদলের পরিকল্পিত ষড়যন্ত্র।’
ছাত্রশিবিরের এসব অভিযোগ অস্বীকার করেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। জানতে চাইলে তিনি বলেন, তাঁরা সুষ্ঠু ও স্বচ্ছ চাকসু নির্বাচন করতে যা যা প্রয়োজন, সবই করছেন; বরং ছাত্রশিবির নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানা কার্যকলাপ চালাচ্ছে।
এমবি/টিআই