২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অধীনে পরিচালিত বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Aug 27, 2025 - 14:43
 0  2
২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অধীনে পরিচালিত বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে মাদক, মোবাইল ফোন ছিনতাই, চুরি ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। মিরপুর, দারুসসালাম, কাফরুল, ভাষানটেক, রূপনগর, শাহআলী ও পল্লবী থানা পুলিশ এসব অভিযান চালায়। 

পরে মঙ্গলবার তাদের বিরুদ্ধে ১৬টি মামলায় অপরাধের ধরন অনুযায়ী সাজা দেওয়া হয়।

ডিএমপি সূত্র জানায়, সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করেন বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিলাল হোসাইন। ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।

এমবি/টিআই