ভাঙ্গায় সড়ক অবরোধ, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনের সময় হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Sep 9, 2025 - 14:00
 0  2
ভাঙ্গায় সড়ক অবরোধ, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনের সময় হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলন চলাকালে তার মৃত্যু হয়।

মৃত হাবিবুর রহমান হবি (৫০) ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আলগী ইউনিয়ন ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়াদী ও হামিরদী ইউনিয়ন মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া নামক স্থানে পৃথক পৃথক রাস্তা বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।

এ সময় দুই ইউনিয়নবাসী মহাসড়কে গাছ ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আন্দোলনকারীদের এক দফা দাবি, নির্বাচন কমিশন ভাঙ্গাকে ফেরত না দেওয়া পর্যন্ত তাদের এই অবরোধ অব্যাহত থাকবে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দুই ইউনিয়নবাসী দুটি স্থানে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করছি। যেন তারা দূরপাল্লার যানবাহন ছেড়ে দেন। তারা এখনো তাতে রাজি হচ্ছে না।

এমবি/টিআই