লোভনীয় অফারে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা, গ্রেপ্তার ৫

চাকরি ও ব্যবসায়িক পার্টনার হওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র।

Sep 29, 2025 - 18:10
 0  2
লোভনীয় অফারে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি: চাকরি ও ব্যবসায়িক পার্টনার হওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৭০ লাখ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে পিবিআই জানিয়েছে, প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন, পরে ভাইভার জন্য ডাক। লোভনীয় বেতন আর বিলাসী সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত ব্যাংক আর সরকারি কর্মকর্তাদের। একপর্যায়ে সাজানো হয় ব্যবসায়িক পার্টনারশিপের নাটক। লোভে পড়ে সেই ফাঁদে পা দেন এসব কর্মকর্তা। বিনিময়ে খোয়াতে হয় জীবনের শেষ সম্বলটুকু। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক চক্র ধরতে অভিযানে নামে পিবিআই। পরে ভুক্তভোগীর সঙ্গে লেনদেনের সময় হাজির হয়ে নগদ ৭০ লাখ টাকাসহ একটি টয়োটা নোয়া ব্র্যান্ডের গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার হন প্রতারক চক্রের ৫ সদস্য। একই কায়দায় দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। চক্রটির বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে বলেও জানিয়েছে পিবিআই।

এমবি/টিআই