নওগাঁয় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Jul 23, 2025 - 11:42
 0  2
নওগাঁয় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পোরশায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুল হাই (৬০) ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানী (৩৫)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ আব্দুল হাইকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানীকে শুয়ে থাকা অবস্থায় উদ্ধার করেছেন। মমেনা আব্দুল হাইয়ের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর গলায় দড়ি দিয়ে আব্দুল হাই আত্মহত্যা করেছেন বলে ধারণা।

পোরশা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম সরদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতে আব্দুল হাই শ্বাসরোধে স্ত্রী ফেলানীকে হত্যা করেছেন। পরে তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে।

এমবি/এসআর