আমির খানের পরকীয়া প্রেম ও অবৈধ সন্তানের দাবি, কে এই জেসিকা?

বলিউডের পারফেকশনিস্ট আমির খান হঠাৎ করেই আলোচনায়। আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনছেন।

Aug 19, 2025 - 15:22
 0  2
আমির খানের পরকীয়া প্রেম ও অবৈধ সন্তানের দাবি, কে এই জেসিকা?
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বলিউডের পারফেকশনিস্ট আমির খান হঠাৎ করেই আলোচনায়। আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনছেন। এবার তার দাবি, আমির খানের একটি অবৈধ সন্তান রয়েছে। এ সন্তানের মা সাংবাদিক জেসিকা হাইনস।

রিনা দত্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান আমির। এ সম্পর্কে জন্ম নেয় একটি সন্তান।

আমির ও জেসিকার অধ্যায় এর আগেও ছিল বলিউডের তুমুল আলোচিত। জেসিকা হিন্স ব্রিটিশ সাংবাদিক ও লেখক।

নব্বই দশকের শেষ দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার সূত্রে ভারতে আসেন তিনি। ঠিক সেই সময়েই ‘ঘুলাম’ সিনেমার শুটিং চলাকালীন আমির খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০০৫ সালে স্টারডাস্ট–এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, দুজন কিছুদিন লিভ–ইনে ছিলেন। এ সময় জেসিকা গর্ভবতী হয়ে পড়েন।
যদিও আমির তাকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ, কিন্তু জেসিকা সেই পথে যাননি। পরবর্তীতে তিনি এক সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় জান।

২০০৭ সালে জেসিকা লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। সেই সময় টাইমস অব ইন্ডিয়া–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জানকে বড় করতে ট্যালবট সবসময় সহায়ক ও সুরক্ষামূলক ভূমিকা রেখেছেন। 

তবে জেসিকাকে ঘিরে আমিরের সেই অপ্রকাশিত অধ্যায় বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বলিউডে।

বছরের পর বছর ধরে এই গুঞ্জন মিলিয়ে গেলেও মাঝেমধ্যেই আলোচনায় ফিরে আসে আমির খান ও জেসিকার সম্পর্ক। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জানের ছবি ছড়িয়ে পড়লে অনেকে মন্তব্য করেছেন— তার চেহারায় নাকি স্পষ্টভাবে মেলে আমির খানের ছায়া। এমনকি ব্রিটিশ ভোগ–এও জানের ছবি প্রকাশিত হয়েছিল, যা নিয়ে নেটিজেনরা ফের তুলনা টানেন আমিরের সঙ্গে। তবে গুঞ্জন, প্রতিবেদন আর আলোচনার ঝড় বহুবার উঠলেও আমির খান কখনো প্রকাশ্যে জেসিকা হিন্স কিংবা তার সন্তানের ব্যাপারে মুখ খোলেননি। বরাবরই নীরব থেকেছেন তিনি। 

সম্প্রতি সেই আলোচনা আবারও উঠে এসেছে। যার নেপথ্যে আমির খানের ভাই ফয়সাল খান। তিনি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির এক সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তাদের এক অবৈধ সন্তানও রয়েছে। তবে ফয়সাল খানের এ দাবি নিয়ে এখনও মুখ খুলেননি আমির খান। ইতোমধ্যে ফয়সালের মানসিক সমস্যার বিষয়টি জানিয়েছেন খান পরিবার। তার চিকিৎসাও চলছে বলে জানিয়েছে পরিবারের সবাই। 

ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে দুটো সংসারই ভেঙে গেছে তার। এর পর গৌরী স্প্রাটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন খান সাহেব। বর্তমানে প্রকাশ্যেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন দুজন। 

এমবি এইচআর