জেন’জি আগুন দিয়েছে নেপালের রাজপ্রাসাদ সিংহ দরবারে

Sep 11, 2025 - 11:58
 0  2
জেন’জি আগুন দিয়েছে নেপালের রাজপ্রাসাদ সিংহ দরবারে
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: নেপালের জেন জোম্বিরা আগুন দিয়েছে রাজপ্রাসাদ সিংহ দরবারে। এখানকার পাঠাগার থেকেই শ খানেক বছর আগে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। তিন দফায় নেপাল ও তিব্বত ঘুরে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে এটি আবিষ্কার করেন এবং পরবর্তীতে প্রমাণ করা হয় এটি বাংলার সম্পদ।

ধারণা করা হয় জাতিগত আক্রমণের সময়ে এদেশের কবি ও সংগ্রাহকরা এসব সাহিত্য নিয়ে নেপালে পালিয়ে গিয়েছিলেন৷ হাজার বছরের বেশি প্রাচীন মানবসভ্যতার এই অমূল্য সম্পদ এত এত যুদ্ধ-বিগ্রহ সত্ত্বেও বিনষ্ট হয়নি। অপরিণামদর্শী জেনারেশন জোম্বির দেয়া আগুনে শেষ হয়ে গেলো অনেককিছুই; সাথে আমাদের চর্যাপদও! 


লাইব্রেরী- মিউজিয়াম- ইতিহাস ঐতিহ্য ধ্বংস করতো চেঙ্গিস খান, হালাকু খানরা। কালের স্রোতে তাদের সাথে তাদের জাতি ও সভ্যতাও হারিয়ে গেছে। বৃটিশ বা ফ্রেঞ্চরাও তো চেঙ্গিস-হালাকুর মত ডাকাতই ছিলো তবু আজ তাঁরা এত উচ্চাসনে কারণ শুধু অর্থ নয় তাঁরা যথাযত মূল্য দিয়েছে শিল্প ও শিল্পীর! এই জেন জোম্বি অনেক ভুগবে; সাথে ভোগাবে আমাদেরও!

এমবি এইচআর