জিএম কাদের-মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার ৬ যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রোবায়েত ফেরদৌস বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

Aug 12, 2025 - 19:48
 0  3
জিএম কাদের-মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং দলটির দফতর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার ৬ যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রোবায়েত ফেরদৌস বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

আদালতের পেশকার আদনান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ আগস্ট মামলাটি প্রত্যাহারের আবেদন করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে নিযুক্ত আ-মোক্তার চার নম্বর বাদী জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ (১২ আগস্ট) দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জি এম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জি এম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে পরে আরো তিনজনকে অব্যাহতি দেয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। ওই ঘটনায় গত ১০ জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন একটি মামলা করেন। মামলার পর গত ৩১ জুলাই জি এম কাদের ও মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো: নুরুল ইসলাম।