বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাঃ মারুফকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার দুই দিনেও মিলছে না খোঁজ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ’কে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।

Oct 6, 2025 - 21:34
 0  2
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাঃ মারুফকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার দুই দিনেও মিলছে না খোঁজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ’কে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।

জানা যায়, গত ০৪-১০-২০২৫ (শনিবার) তাকে একদল লোক মাইক্রোবাসে করে ডিবি পরিচয়ে তুলে নেয়।

কিন্তু তুলে নেওয়ার পর দুই দিন কেটে গেলেও তার কোন প্রকার খোঁজ মিলছে না বলে জানা গেছে। পরিবারের পক্ষথেকে বলা হচ্ছে জাকির হোসেন মারুফকে ডিবি পরিচয়ে নেওয়ার পর তারা ডিবি অফিসে যায় এবং সেখানে কোন খোঁজ না পেয়ে তারা থানায় যায় সেখানে গিয়েও মারুফের কোন খোঁজ মিলে নি। 

মারুফের পরিবার বলেন, তার বিরুদ্ধে কোন মামলা নাই এবং তাকে গ্রেফতারও দেখানো হচ্ছে না। তারা গভীর উদ্বিগ্নে বলেন, উনি কি আদৌ আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন নাকি অন্য কোথাও আছেন তা পরিবারের কেউই জানে না! পরিবারের কেউ উনার সাথে যোগাযোগ করতে পারছে না।

জাকির হোসেন মারুফের পরিবার আরো বলেন, যেকোন মূল্যে তারা জাকির হোসেন মারুফের সন্ধান অথবা তাদের কাছে ফেরৎ চায়।

জাকির হোসেন মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিভাগের সাবেক সাধারণ সম্পাদক ও জসীমউদ্দীন হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাবেক সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জাকির হোসেন মারুফ আওয়ামীলীগ সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন বলে জানা যায়।

এমবি এইচআর