গণ-অভ্যুত্থান দিবস অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান মঞ্চে জুলাইযোদ্ধাদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রায় আধঘণ্টা বন্ধ ছিল অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান মঞ্চে জুলাইযোদ্ধাদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রায় আধঘণ্টা বন্ধ ছিল অনুষ্ঠান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পর পুনরায় অনুষ্ঠান শুরু হয়।
জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠান শুরুর পর সকাল সাড়ে ১১টার দিকে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদকে জুলাইযোদ্ধা হিসেবে বক্তব্য দিতে ডাকা হয়। তিনি বক্তব্য শুরুর মুহূর্তে হট্টগোল শুরু হয়। জুলাইযোদ্ধা ইসমাইল হোসেন সিরাজীর নেতৃত্বে তার সমর্থকরা সাব্বিরকে বক্তব্য দিতে বাধা দেন। এ সময় ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেওয়া হয়।
এ ব্যাপারে সাব্বির আহমেদ বলেন, “জুলাইযোদ্ধা ও আহত জুলাইযোদ্ধার চূড়ান্ত তালিকা নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র জেরেই এ ঘটনা ঘটেছে। অথচ এসব তালিকা তৈরির সঙ্গে ‘আমি জড়িত নই’ বলে সাব্বির দাবি করেন।”
অপরদিকে ইসমাইল বলেন, মঞ্চে সাব্বির বক্তৃতা শুরুর সময় তার সমর্থকরা প্রথমে আমার উদ্দেশে ‘ভুয়া’ স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়। জুলাই আন্দোলন, প্রকৃত জুলাইযোদ্ধা ও আহত জুলাইযোদ্ধদের তালিকা তৈরিতে সাব্বিরের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও তিনি দাবি করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ‘জুলাইযোদ্ধাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ দায়িত্ব পালন করেছে ,পরিস্থিতি শান্ত করেছে।’
এদিকে অনুষ্ঠান মঞ্চে ঘটনার ব্যাপারে জেলা প্রশাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমবি/এসআর