রিয়াল মাদ্রিদের নতুন ‘নম্বর ৯’ ব্রাজিলিয়ান এনদ্রিক

নিজস্ব প্রতিবেদক: রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী ‘নম্বর ৯’ জার্সির ভবিষ্যত চূড়ান্ত হলো। ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এনদ্রিক এবার এই আইকনিক নম্বর পরবেন। শুক্রবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এনদ্রিকের নামের পাশে নতুন নম্বরটি যুক্ত করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের ‘নম্বর ১০’ জার্সি বেছে নেওয়ার পর ‘নম্বর ৯’ শূন্য ছিল।
‘নম্বর ৯’ রিয়াল মাদ্রিদের ইতিহাসে কিংবদন্তি সংখ্যা। আলফ্রেডো দি স্টেফানো, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেঞ্জেমা, এমবাপ্পেসহ অনেক মহারথী এই নম্বর গায়ে ধারণ করেছেন।
এমবি/এসআর