সিলেট সীমান্ত দিয়ে এবার ৫৩ জনকে পুশ ইন
সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে এবার আরও ৫৩ বাংলাদেশিকে “পুশ ইন” করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিজস্ব প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে এবার আরও ৫৩ বাংলাদেশিকে “পুশ ইন” করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৬ জুলাই) ভোররাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত চারটি গ্রুপে তাদের এপারে ঠেলে পাঠানো হয়। এদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩২ জন ও শিশু ১০ জন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, বুধবার উল্লিখিত সময়ের মধ্যে ছাতক উপজেলার নোয়াকোট, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ চারটি গ্রুপে ভাগ করে মোট ৫৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তাদের বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন টহল দল আটক করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী আটক সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন।
আটকদের মধ্যে যশোর জেলার ১০ জন, নড়াইলের ২৩ জন, সিলেটের চারজন, সাতক্ষীরার ১০ জন, কুষ্টিয়ার একজন, খুলনার একজন, হবিগঞ্জের একজন, নরসিংদীর একজন ও বরিশাল জেলার দুইজন।
আটকদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
এমবি/এসআর