এনসিপিসহ ৮২ দলকে ইসির চিঠি, সময় পাবে ১৫ দিন

রোববার (২০ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্।

Jul 20, 2025 - 19:34
 0  3
এনসিপিসহ ৮২ দলকে ইসির চিঠি, সময় পাবে ১৫ দিন
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: নতুন দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮২টি দলকে চিঠি দেওয়া শুরু করেছে সংস্থাটি। প্রাথমিক যাচাইবাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে ইসি। এর আগে ৬২টি নতুন দলকে চিঠি দেওয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্।

মাহবুব আলম শাহ্ বলেন, ‘আমরা প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দিয়েছি। এখন দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে সব দলকে আমরা ১৫ দিন সময় দিয়েছি।’

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তবে এনসিপিসহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় তারা।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এ ছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। প্রধান এ শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়ম মেনে আবেদন করতে হয়।

এমবি/এইচআর