চাঁদা না পেয়ে ইউপি ভবনে তালা, ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

শেরপুর সদরে একটি ইউনিয়ন পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

Jul 24, 2025 - 13:37
 0  2
চাঁদা না পেয়ে ইউপি ভবনে তালা, ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদরে একটি ইউনিয়ন পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

গতকাল বুধবার রাত ১১টার দিকে কুসুমহাটি বাজার এলাকায় লছমনপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের পর ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বড় ঝাউয়েরচর এলাকার বাসিন্দা ও লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সবুজ আহাম্মেদ (৩৫) এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার বাসিন্দা ও একই ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি আল আমিন ইসলাম (২৬)। গতকাল রাত তিনটার দিকে শেরপুর থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করেন একই ইউপির প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম। এ ছাড়া একই মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন ছাত্রদল কর্মী ছায়দুর রহমান (৩২), নূর শাহ আলম (৩৮), নূরনবী ইসলামসহ (২৫) অজ্ঞাতপরিচয় ৬-৭ জন।


স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, গতকাল দুপুরে চাঁদার দাবিতে লছমনপুর ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে লাঞ্ছিত করার চেষ্টা করেন সবুজ ও আল আমিন। একপর্যায়ে তাঁরা মোটরসাইকেল ভাঙচুর করে ইউপি সচিবসহ কর্মচারীদের বের করে দেন। পরে ইউনিয়ন পরিষদ ভবনে তালা লাগিয়ে দেন। এ ছাড়া গতকাল বিকেলে কুসুমহাটি বাজারসহ আশপাশের কয়েকটি দোকানে গিয়ে চাঁদা দাবির অভিযোগও আছে তাঁদের বিরুদ্ধে।
ওই ঘটনার পর প্রাথমিক সদস্যপদসহ সাগর ও আল আমিনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম ও সদস্যসচিব সুমন আহমেদ। এর আগে ১৭ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর ওই ইউনিয়ন শাখার সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।


লছমনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ বলেন, ওই দুজন দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা তুলছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। তাই বাধ্য হয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাঁদের পুলিশে দেওয়া হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই নজরুল ইসলাম। তিনি বলেন, গতকাল রাত তিনটার দিকে বাদী পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।

এমবি/ টিআই