জেড আই খান পান্না আলোচনায় থাকতে চান: ডিএমপি কমিশনার
জেড আই খান পান্না কে গৃহবন্দী করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামীপন্থী আইনজীবী জেড আই খান পান্না কে গৃহবন্দী করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। শুক্রবার সন্ধ্যার পর তিনি একথা বলেন।
আওয়ামী লীগকে পুনর্বাসন করতে মরিয়া হয়ে মাঠে নামা মুজিব অনুরক্ত আইনজীবী জেড আই (জহিরুল ইসলাম) খান পান্নাকে গৃহবন্দী করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস নিজেই দেন এই আইনজীবী। ডিএমপি কমিশনার বলছেন, বিষয়টি সত্য নয়।
হতে পারে আলোচনা থাকার জন্য এরকম স্ট্যাটাস দিয়েছেন ওই আইনজীবী। ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যাননি।
এ কারণে হয়তোবা আলোচনায় থাকতে চান তিনি- যোগ করেন ডিএমপি কমিশনার।
এমবি/এসআর