দিল্লিতে ভবন ধস, চাপা পড়েছে অনেকে

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Jul 12, 2025 - 13:11
 0  2
দিল্লিতে ভবন ধস, চাপা পড়েছে অনেকে

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সকাল ৭টা ৫ মিনিটে ভবন ধসের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর সাতটি ইউনিটসহ উদ্ধারকারী দল।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পেয়েছি। উদ্ধার তৎপরতায় একাধিক দল কাজ করছে।

এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কমপক্ষে তিনজন এখনো আটকা আছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সূত্র : এনডিটিভি

এমবি/এসআর