বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জুকে আটক করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদলের দুই কর্মীর বিরুদ্ধে

Aug 25, 2025 - 11:28
Aug 28, 2025 - 18:18
 0  6
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জুকে আটক করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদলের দুই কর্মীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জুকে আটক করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই কর্মীর বি*রু*দ্ধে।
রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেরিন একাডেমির পাশে নির্মানাধীন নভোথিয়েটারে এ ঘটনা ঘটে।
অ/ভিযুক্ত দুই ছাত্রদল কর্মী হলেন মিজানুর রহমান ও মিয়া বাবুল। তারা উভয়েই ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

পরবর্তীতে ছাত্রলীগের কর্মী তানজিদ মঞ্জুর ফেলে যাওয়া বাইকে আগুন দিয়েছে উপস্থিত ছাত্রজনতা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কয়েকজন কর্মী মঞ্জুকে মেরিন একাডেমি সংলগ্ন নভোথিয়েটারের ভিতরে দেখতে পেয়ে আ/ট/কে রাখে। খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। তবে এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের কতিপয় নেতা-কর্মীরা যোগসাজশ করে মঞ্জুকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহায়তা করেন।
ঘটনাস্থলে উপস্থিত কলা ও মানবিক অনুষদের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন,"রাত নয়টার দিকে মঞ্জুকে আ/ট/কা/নো হয়। পরবর্তীতে সাড়ে নয়টার দিকে ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েকজন মঞ্জুর সাথে পার্সোনাল কথা বলার নাম করে মেরিনের সামনের রাস্তার দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা বলে মঞ্জুকে পাওয়া যাচ্ছে না মঞ্জু পালিয়ে গেছে।"
ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী রাকিন খান বলেন, "আগামীকাল সোমবার আমাদের বিভাগের এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে মঞ্জু একটা গ্রুপকে সার্পোট করছে সেই গ্রুপের হয়ে রাতে প্রচারণা করছিলো এমন ঘটনা শুনে আমিসহ ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুন ভাইসহ আরও কয়েকজন মেরিন একাডেমির সামনে নভোথিয়েটারের ঐখানে যায়। গিয়ে মঞ্জুকে দেখতে পায় তখন মঞ্জুকে মিজান ও মিয়া বাবুল ভাই বিভিন্ন কথা জেরা করছিলো। এর মধ্য আমি পুলিশ ও প্রক্টরকে কল দিতে পাশে যাই কিছুক্ষণ পরে গিয়ে দেখি মঞ্জু নেই। মিজান ও মিয়া বাবুল ভাইকে জিজ্ঞাসা করলে তারা বলেন মঞ্জু আশেপাশেই আছে কিন্তু পরে তাকে আর কোথাও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল কর্মী মিজানুর রহমানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।
ঘটনাস্থলে অভিযুক্ত মিয়া বাবুল জানান, "আমরা প্রথমে বাইকটি দেখে তা আটক করি, পরে মঞ্জুকে খুঁজে বের করি। কিন্তু ওরা লোক বেশি থাকায় আমরা আটকাতে পারিনি। আমরা প্রশাসনকে কল দিচ্ছিলাম এবং পোলাপান জড়ো করতে করতে ও কিছুটা সাইডে চলে যায়, পরে পোলাপান আসলে ওকে আর খুঁজে পাওয়া যায়নি, বাইক না নিয়েই ও পালিয়ে যায়।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ঘটনাটি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো কিন্তু মঞ্জুকে না পেয়ে পুলিশ চলে গেছে।
এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে।
এমবি/এসআর