জাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন ফুটবলার মাহমুদুল হাসান

Aug 25, 2025 - 15:02
 0  4
জাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন ফুটবলার মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক: আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। যেখানে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে খেলা ফুটবলার মাহমুদুল হাসান কিরণ। এ মৌসুমে এই ডিফেন্ডার খেলবেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্র মাহমুদুল হাসান।

নির্বাচন নিয়ে তিনি বলেছেন,'আমি দেশের সকল মানুষের কাছে দোয়া চাই, যেনো জাকসুর নির্বাচনে জয়ী হয়ে বিশ্ববিদ্যালয় ও জাতীয়পর্যায়ে আমার চিন্তার বিস্তার করতে পারি। শিক্ষার্থীদের আধুনিক ক্রীড়া ক্ষেত্রের সাথে পরিচয় করিয়ে দিতে পারি।'

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন এই ফুটবলার। সম্প্রীতি ঐক্য জোট, শিক্ষার্থী ঐক্য ফোরাম, আব্দুর রশিদ জিতুর স্বতন্ত্র প্যানেল, মেহেদী মামুনের প্যানেলসহ অন্যান্য কয়েকটি প্যানেল নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছে না।

২৩ বছর বয়সী এই ফুটবলার রহমতগঞ্জ ছাড়াও বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আরাবাগ ক্রীড়া সংঘে খেলেছেন। আর বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন।

এমবি/এসআর