আমার ভোট কীভাবে আরেকজন দেয়, প্রশ্ন জাকসু ভোটার রবিউলের

জাকসু নির্বাচনে এক শিক্ষার্থীর ভোট আগে থেকেই দিয়ে রাখার অভিযোগ

Sep 11, 2025 - 19:19
 0  2
আমার ভোট কীভাবে আরেকজন দেয়, প্রশ্ন জাকসু ভোটার রবিউলের

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে  ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ৫টা পর্যন্ত। এর আগে সাড়ে তিনটার দিকে শহীদ রফিক-জব্বার হলে ভোট দিতে গিয়ে এক ভোটার দেখেন, তার ভোটটি আগেই দেওয়া হয়ে গেছে। পরে তিনি প্রশ্ন রাখেন, আমার ভোট কীভাবে আরেকজন দেয়?

সন্ধ্যা পৌনে ৬টার দিতে হলে এ অভিযোগ জানান জাবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫৩তম আবর্তনের ছাত্র মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, আমি সাড়ে ৩টার পর যখন ভোট দিতে যায়, তখন দেখি আমার ভোটটি অন্য একজন দিয়ে গেছে। পরে দায়িত্বরত শিক্ষককে আমার আইডি কার্ড দেখালে তিনি অনেকক্ষণ বসিয়ে রাখেন। তখন আমাকে বিভিন্নভাবে ‍বুঝানোর চেষ্টা করে। পরে এনআইডি কার্ড নিয়ে আসতে বলেন। 

তিনি আরও বলেন, আমিতো এই এরিয়ায় সাড়ে ৩টার আগে আসিনি। তাহলে আমার ভোট কীভাবে আরেকজন দেয়?

এমবি/এসআর