কানাডায় চলচ্চিত্র উৎসবে যাচ্ছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’

নিজস্ব প্রতিবেদক: ঢালিউড নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ সিনেমাটি এবার কানাডার টরন্টোয় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে।
এর আগে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসাবে স্বীকৃতি লাভ করে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’।
এরপর ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় এ সিনেমাটি। সম্প্রতি পরিচালকা জানিয়েছেন, উৎসবের শর্টকাট কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে তার সিনেমা ‘আলী’।
কানাডার টরন্টোয় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা জানিয়েছেন, আগামী ৪ সেপ্টেম্বর চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরের পর্দা উঠছে কানাডার টরন্টোয়। সিনেমাপ্রেমীদের এ বর্ণাঢ্য আয়োজন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ উৎসবে অংশ নিতে আগামী ৫ সেপ্টেম্বর টরন্টো উড়াল দেবেন ‘আলী’ সিনেমার শিল্পী, নির্মাতা ও অন্যান্য কলাকুশলী।
এ বিষয়ে ‘আলী’র সিনেমার পরিচালক আদনান আল রাজীব বলেন, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে জায়গা পাওয়াটা আমাদের জন্য দারুণ আনন্দের। তিনি বলেন, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি— সিলেকশন কমিটির সবার প্রতি, যারা এ চলচ্চিত্র উৎসবের জন্য ‘আলী’ সিনেমাটি নির্বাচিত করেছেন।
উপকূলীয় এক শান্ত শহরের পুরনো রীতিনীতি ও ধর্মীয় সংস্কারের প্রভাব বিস্তার নিয়ে ‘আলী’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে। যেখানে নারীর গান গাওয়া নিষিদ্ধ। কারণ শহরের বাসিন্দারা গান গাওয়া অপবিত্র বা অনুচিত বলে মনে করেন।
এ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো।
এমবি/এসআর