সিরিয়ায় টিভি ভবনে ইসরায়েলি হামলা, দৌড়ে পালালেন উপস্থাপিকা
সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় খবর পড়ছিলেন সংবাদপাঠিকা।

নিজস্ব প্রতিবেদক: সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় খবর পড়ছিলেন সংবাদপাঠিকা। হঠাৎ করেই দেখা যায় টিভি ভবনের ঠিক পিছনে ধোঁয়ার বিশাল কুণ্ডলী! মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি।
ক্যামেরার সামনেই কাঁপতে কাঁপতে তিনি সরে গেলেন। কারণ পিছন থেকে ভেসে এলো এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বাধ্য হয়ে সরাসরি সম্প্রচারের মধ্যেই সেট থেকে নেমে পড়েন তিনি।
ভয়াবহ এই হামলাটি চালিয়েছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
গত তিন দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জানা গেছে, দক্ষিণ সিরিয়ার সুইদাতে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়ে তারা এ হামলা চালাচ্ছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিয়ার সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। হামলার সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়ে দেশটিরই এক টিভি চ্যানেলের ক্যামেরায়।
এমবি/এসআর