ফেনীতে সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কা, এক যাত্রী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে। এ সময় এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন। গতকাল রোববার রাত ১০টার দিকে ফেনী সদর উপজেলার লালপুল এলাকার স্টার লাইন গ্যাস পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত সাতজন হলেন—ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামের মো. শিপনের ছেলে মেহেদী হাসান (২০), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২০), জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের রসুল আহম্মদের ছেলে মুজাহিদ হোসেন (৪০), লক্ষ্মীপুর জেলার রামগতি থানার কলাকোবা গ্রামের মো. হাসেমের ছেলে মোহাম্মদ শাকিল (২৪), নোয়াখালী জেলার কবিরহাট থানার ললুয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ ইবরাহিম (২৫), একই জেলার মাইজদী থানার পূর্ব শুল্লকিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রাকিব (২৫) ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ফকিরা গ্রামের এসকান্দর নিয়ামত উল্লাহর ছেলে মোহাম্মদ মাহফুজ (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্র জানা গেছে, হাইয়েস মাইক্রোবাসটি যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফেনীর লালপুল এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা চালকসহ আটজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি সাতজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
এমবি/ টিআই